সিকিমের দশ নম্বর জাতীয় সড়কের তাদুং এলাকায় ধস
আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই সম্ভাবনাই সত্যি হল একটানা বৃষ্টি শুরু হয়েছে সিকিমে। বৃষ্টি শুরু হতেই সিকিমের দশ নম্বর জাতীয় সড়কের তাদুং এলাকায় ধস। ধসের কারনে ব্যাপক ব্যাপক যানজট। জানা গিয়েছে এদিন বিকাল নাগাদ সিকিমের লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে ধস নামে। এবং বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনিক উচ্চাধিকারীরা। এরপরেই ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
:23
Likes