কান্দিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার! গ্রেফতার ৫
মুর্শিদাবাদ: ফের উদ্ধার মুর্শিদাবাদের কান্দিতে। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হল। ঘটনায় ইতি মধ্যেই এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪দিন পুলিশ হেফাজতের নেওয়া হয়েছিল। পুলিশ তদন্ত শুরু করে জিজ্ঞাসাবাদ করেই চারটি আগ্নেয়াস্ত্র ও ৬টি কার্তুজ সহ চারজনকে গ্রেফতার করা হয়।
কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাসরেক আম্বেরদর জানিয়েছেন, গত ১লা মে রাতে কান্দি থানার অন্তর্গত চরকতলা মাঠ এলাকায় ফাঁকা জায়গায় গুলি চলে।সেই গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করে কান্দি থানার পুলিশ ।পুলিশ তদন্ত শুরু করে গত ৩রা মে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। আলমগীর সেখ, আরমান সেখ, ফিরদৌস সেখ, সরিফুল সেখ ও হাসিল সেখ গ্রেফতার করা হয়। ৭দিনের পুলিশ হেফাজতের আবেদন নিয়ে তদন্ত করে কান্দি থানার পুলিশ। পুলিশ হেফাজতে নিয়ে কান্দি থানার বিভিন্ন এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ধৃত পাঁচজনকে কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুনরায় রবিবার।
:27