আবারও নদীয়ার ধানতলা থানার বড়সড় সাফল্য
আবারও নদীয়ার ধানতলা থানার বড়সড় সাফল্য। একদিকে যখন ভারতীয় সেনারা কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিশোধ নেবার জন্য গতকাল রাতেই পাকিস্তানের জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়েছে । ঠিক তার পরের দিন গতকাল দুপুরেই ৪ বাংলাদেশী ও ড্রাইভার সহ এক মারতি ইকো গাড়ি আটোক করলো ধানতলা থানার পুলিশ। যানাযায় ধৃত চারজনের মধ্যে দুজন মহিলা এবং দুজন পুরুষ ছিল। তাদের মধ্যে রানা মোল্লা ও তার স্ত্রী পাপিয়া মোল্লা তাদের বাংলাদেশের নরাইলে বাড়ি। তারা দের বছর আগে ভারতে এসে মহারাষ্ট্রে সেন্টারিং এর কাজ করতো। অপর দিকে কৃষ্ণ টিকাদার এবং তার স্ত্রী নিতু টিকাদার তারা ৮ বছর আগে বাংলাদেশের গোপালগঞ্জ থেকে ভারতে এসে উত্তরপ্রদেশে চদসী ডাক্তারী করতো। তাদের একটি ৬ মাসের সন্তানও আছে। গতকাল তারা উত্তর চব্বিশ পড়গনার বাগদা থেকে একটি মারতি ইকো গাড়ি করে কৃষ্ণনগর ও শান্তি পুরে যাবার উদ্দেশ্য বেড়িয়ে ছিলো। ওই গাড়ির ড্রাইভারের নাম শরিফুল বিশ্বাস। তার বাড়ি উত্তর চব্বিশ পড়গনার সিন্দ্রানী তে। তারা যখন নদীয়ার আড়ংঘাটা থেকে পাচবেড়িয়ার রাস্তায় সলুয়া গেট পাড়াতে এসে পৌছায় তার আগের থেকেই গোপন সুত্রে খবর পেয়ে ওই স্হানে অপেক্ষা করছিল ধানতলা থানার পুলিশ। তাদের ইকো গাড়ি টা সলুয়া গেট পাড়াতে পৌঁছাতেই তাদের হাতেনাতে ধরে ধানতলা থানার পুলিশ। তার পরেই তাদের কে ধানতলা থানায় নিয়ে এসে, গতকাল দুপুরেই তাদের কে রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ।
:12
Likes