কেএমডিএ র হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে বাবার সামনে মারা গেল ছেলে
কেএমডিএ র হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে বাবার সামনে মারা গেল ছেলে। আজ দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে হাওড়ার ফোরশোর রোডে। ছেলেকে উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ বাবা এবং কাকাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ফরশোর রোডে কেএমডিএ র গঙ্গা অ্যাকশন প্ল্যান এর নর্দমার জঞ্জাল তোলার প্লান্টে হাইড্রেন থেকে আবর্জনা তোলার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়ে রিয়াজউদ্দিন মোল্লা (১৮)। বিষাক্ত গ্যাসের প্রভাবে নর্দমায় পড়ে সে যখন জ্ঞান হারায় তখন তাকে উদ্ধার করতে নামেন বাবা জাকির মোল্লা (৫৪) এবং কাকা হাবিব মোল্লা (৪৪)। কিন্তু গ্যাসের প্রভাবে ওই দুজনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিবপুর থানায় এবং দমকলে। পুলিশ এলাকার বাসিন্দাদের সহযোগিতায় রিয়াজউদ্দিনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জাকির এবং হাবিবকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। সেখানে এখন চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে নর্দমা থেকে নির্গত বিষাক্ত গ্যাস নিঃশ্বাস নেওয়ার ফলে বিষক্রিয়ায় এই ঘটনা। জানা গেছে, হাওড়া শহরের নিকাশির নোংরা জল সরাসরি কেএমডিএ গঙ্গা অ্যাকশন প্ল্যানের ট্যাংকে পরিশ্রুত করার পর তা গঙ্গায় ফেলা হয়। কিন্তু নর্দমার জল থেকে কঠিন বর্জ্য আলাদা করার সময় কর্মীরা সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ায় এই বিপত্তি। শিবপুর থানার পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কেএমডিএ কর্তৃপক্ষ গোটা ঘটনা খতিয়ে দেখছে।
:17
Likes