অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রের
কোথায় অভিষেক ব্যানার্জি? যিনি বলেছিলেন আমার চোখের সামনে পুলিশের গাড়ি জ্বলতে দেখলে আমি কপালে গুলি করবো। মুর্শিদাবাদ জ্বলছে পুলিশের গাড়িতো ছাড়! সাধারণ মানুষের উপর জিহাদীদের অত্যাচার বেড়ে চলেছে। মন্দির ঘরবাড়ি কর্মস্থল ভেঙে ফেলা হচ্ছে। পশ্চিমবঙ্গ কে পশ্চিম বাংলাদেশ গড়তে চাইছে জিহাদি সংগঠন। রাজ্যে প্রশাসন ব্যর্থ হয়ে পড়েছে যার যেরাই আজ এই অবস্থা। আর বাংলার অযোগ্য মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। অবিলম্বে পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলায় শান্তি ফিরিয়ে আনা এবং এসএসসি দুর্নীতিতে প্রায় ২৬ হাজার চাকরি হারাদের পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ পথে নামে বিজেপি মহিলা মোর্চা। শহরের একাংশে মিছিল করে বারাসাতের প্রাণকেন্দ্র চাপাডালি মোড়ে এসে টায়ার জ্বালিয়ে দুর্নীতির প্রতিবাদে সোচ্চার হন বিজেপি মহিলা কর্মী সমর্থকেরা। পাশাপাশি সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল বাসের থেকে হিন্দুত্বের প্রতীক গেরুয়া ধজ খুলে নেওয়া চিত্র। এদিন শহরের একাধিক গাড়িতে পুনরায় হিন্দুত্বের প্রতীক হিসেবে গেরুয়া ধজ লাগিয়ে দেন তারা।
:6