হাওড়ায় বেআইনী লজে নজর নেই প্রশাসনের
হাওড়া। বাংলাদেশী বা জঙ্গি বা অন্য কোন দুষ্কৃতী যদি মনে করে হাওড়া স্টেশন চত্বরে এসে লুকিয়ে থাকবেন তাহলে হাওড়া স্টেশন চত্বরে রয়েছে বহু বেআইনি হোটেল ও লজ। বলে অভিযোগ করছেন বিজেপি রাজ্য সভাপতি উমেশ রায় সহ ওই এলাকার মানুষজন। হাওড়া স্টেশন ভারতবর্ষের এমন একটি স্টেশন যেখানে লক্ষাদিক লোক সারাদিন যাওয়া আসা করে। তার মধ্যে জঙ্গি বা কোন দুষ্কৃতী বা বাংলাদেশী যদি মনে করেন এখানে এসে থাকবেন,পকেটে পয়সা থাকলেই থাকার সুব্যবস্থা রয়েছে। কারণ সরকারই নজরদারি নামমাত্র থাকে সেই ভাবে সরকার এই হোটেল বা লজ গুলোর দিকে তাকাবার সময় পান না। কারণ বেশিরভাগ বেআইনি লজ ও হোটেল এর বৈধ সব রকম কাগজপত্র নেই। দুই বাংলাদেশি কেও গোলাবাড়ি থানার পুলিশ আটক করে এই চত্বর থেকে। কিছুদিন আগেই বড়বাজারে এই ধরনের একটি লজে অগ্নিকাণ্ড হয় এবং তার জন্য প্রায় বহু মানুষ কে মরতে হয়। সেই জন্যই মুখ্যমন্ত্রী করা নির্দেশ পাওয়ার পর হাওড়া কর্পোরেশন গতকাল এইসব বেআইনি হোটেল ও লজ গুলিতে বৈধ কাগজপত্র এবং নিয়ম মেনে তারা করছে কিনা তার জন্য পরিদর্শনে যান কিন্তু দেখতে পান বেশিরভাগই ছোট ছোট হোটেল ও লজ গুলি কোনরকম কাগজপত্র নেই এবং হোটেল চালাবার জন্য ন্যূনতম যে নিয়ম মানার কথা সেটা তারা মানছেন না। আশ্চর্য জিনিস দেখা গেল যে এই সকল বেআইনি হোটেল ও লজগুলি আবাসনের মধ্যেই তৈরি হয়েছে। যেটা একবারই উচিত নয়। যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে শুধু যে হোটেলের থাকা অবস্থায় লোকেদের দুর্ঘটনার কবলে পড়তে হবে তা নয় সঙ্গে পড়তে হবে ওই আবাসনের বাকি বাসিন্দাদেরও।গতকাল হাওড়া কর্পোরেশনের প্রশাসক মন্ডলী সদস্য জনাব রিয়াজ আহমেদ এই পরিদর্শনে গিয়েছিলেন তার সরকারি আধিকারিকদের নিয়ে এবং সেই সকল বেআইনি হোটেল ও লজ গুলিতে বলে এসেছেন যে যত শীঘ্র সম্ভব বৈধ কাগজপত্র করতে হবে এবং অগ্নি নির্বাহ ব্যবস্থা ঠিক করে রাখতে হবে হোটেলে যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে তার জন্য যা যা নিয়ম মানা উচিত সেগুলো মেনে চলতে হবে। হোটেল কর্তৃপক্ষরা কেউ এই নিয়ম এবং বৈধ কাগজপত্র না মেনে দীর্ঘদিন ধরে এই সকল বেআইনি হোটেল গুলো চালাচ্ছেন শুধু তাই নয় সাধারণ মানুষের কাছে মনের ইচ্ছার মত ভাড়া নিচ্ছেন এবং তাতে করে সাধারণ মানুষকে ভোগান্তি ভোগ করতে হচ্ছে। বিদেশি বা সন্দেহজনক কোন ব্যক্তি যদি হোটেলে ভাড়া আসে তার জন্য যে যে নিয়ম পালন করার পুলিশ প্রশাসনকে কিভাবে জানাবে কিভাবে কি করতে হবে সেইগুলো যেন ঠিকঠাক করা হয় যাতে করে জঙ্গি বাংলাদেশী বা দুষ্কৃতীরা এই সকল হোটেলে এসে আশ্রয় নিতে না পারে তার ব্যবস্থাও দেখতে হবে
:5
Likes