যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ
মুখ্যমন্ত্রীর সভাতে ৮ দফা দাবি জানানো হয়েছিল। যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যোগ্য কারুর চাকরি যাবে না। আগামী ২ মাসের মধ্যে নিয়োগ হবে, সুপ্রিম কোর্টের নির্দেশে। উনি বলেছেন ২ মাসের টা পুষিয়ে দেবেন। এটা খারাপ লেগেছে। মুখ্যমন্ত্রী বলেছেন আগে যোগ্য দের টা দেখি তার পর অযোগ্যদের দেখব। এই কথাই আসাহত। আমরা নিশ্চিত নয় যেখানে আমরা ছিলাম কাজ করছিলাম সেটা থাকবে কি না। উনি বলেছেন এটা বিরোধীদের খেলা চলছে। আমাদের নিয়ে রাজ্যে খেলা করেছে টাই এই অবস্থা। বর্তমানে বিরোধী শাসক সবাই আমাদের নিয়ে খেলছে আমরা ভোট ব্যাংক। আমরা যোগ্য চাকরিহারা। সুপ্রিম কোর্ট একেস রিভিউ ওঠার আগে মানুষের মুখেও যেন রিভিউর দাবি ওঠে। আন্দোলন ছেড়ে যেতে পারব না। কিভাবে করবো সেটা ঠিক করছি, জেলা ভিত্তিক কর্মসূচি করতে পারি। স্কুলে আমরা আছি আমরা যাব। কিন্তু সত্যি করে চাকরিবহাল থাকবে কিনা সেটা প্রশ্ন। যে বাঁধা রয়েছে তা কিভাবে পেরোতে পারব ওটাই ভাবার। আজকের সভায় বেশ কয়েকটি দাবি রেখেছিলাম তার মধ্যে একটা আইনজীবীর। আমরা ধর্মতলায় অবস্থান করবো। কবে কখন সেগুলি বলে দেওয়া হবে। আজও শহীদ মিনারে থাকবো আমরা।
:11
Likes