ভারতীয় সেনার অভিযানের পর খুশিতে উল্লাস বঙ্গীয় হিন্দু মহামঞ্চের
শিলিগুড়ি রাজপথে একের পর এক ফাটলো চকলেট বোম। ফাটানো হলো লঙ্কা বাজির চেন। পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান। পাকিস্তানের জঙ্গি শিবির গুলিতে ভারতীয় সেনার অভিযানের পর খুশিতে উল্লাস বঙ্গীয় হিন্দু মহামঞ্চের। শিলিগুড়ি হিলকার্ট রোডের সফদর হাঁসমি চকে জমায়েত হয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। বাজি পটকা ফাটিয়ে সেলিব্রেশন। যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে তৈরি ছিল পুলিশ প্রশাসন। হাতে জাতীয় পতাকা নিয়ে ভারত মাতা কি জয় স্লোগান, বিতরণ করা হলো লাড্ডুও। শিলিগুড়িতে বিজয় উল্লাস এর ছবি হিলকার্ট রোডে। পথে চলাচল করি মানুষকে করানো হলো মিষ্টিমুখ।
:8
Likes