সিমেন্টের কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপত্তি।
বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে সার্ভিস রোডে সিমেন্টের কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপত্তি।
বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে রবিবার ভয়াবহ পথ দুর্ঘটনা। বরাত জোরে প্রাণে বাঁচলেন চালক সহ পথ চলতি মানুষ। দুর্ঘটনাটি সকালবেলা হওয়ার কারণে পথ চলতি মানুষজন কম ছিল তাই কেউ আহত বা নিহত হয়নি। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেজগঞ্জ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের রেলিং ভেঙে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেল সিমিন্টের কেমিক্যাল বোঝাই ট্যাংকার। যদিও আহত বা নিহত এর মত কোন ঘটনা ঘটেনি। জানা গেছে চালক ঘুমিয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। বর্ধমান শহরের তেজগঞ্জ 19 নম্বর জাতীয় সড়কের ধারে সার্ভিস রোডে এই গাড়িটি উল্টে যায়। ঘটনায় উপস্থিত বর্ধমান থানার পুলিশ। সার্ভিস রোডে হওয়ার কারণে কোনরকম যানজটের সৃষ্টি হয়নি।
:28