কেক কেটে মাতৃত্ব দিবস পালন উপস্থিত ছিলেন বিডিও অনিক রায়
আলিপুরদুয়ার:- বিশ্ব মাতৃ দিবসে মায়েদের হাতে কেক কেটে এবং স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে দিনটি পালন করা হলো ফালাকাটায় l ফালাকাটার সুভাষপল্লীতে কিন্ডেল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে পালিত হলো বিশ্ব মা দিবস l উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও অনীক রায়, ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক সুদীপ্ত হালদার ও সংগীতা দত্ত সহ বিশিষ্টজনেরা l চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে প্রথমে সন্তানদের নিয়ে কেক কাটেন মায়েরা l তারপর মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।স্বাস্থ্য পরীক্ষা করান ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে দুজন চিকিৎসক l
:25
Likes