ভারত পাকিস্তান যুদ্ধ আবহে মালদার মুসলিম ইন্সটিটিউট থেকে বাজোনো হবে সাইরেন
মালদা- ভারত পাকিস্তান যুদ্ধ আবহে মালদার মুসলিম ইন্সটিটিউট থেকে বাজোনো হবে সাইরেন। মালদা শহরের মুসলিম ইন্সটিটিউট থেকেই সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাজানো হয়। ৭১ এ যুদ্ধের সময়ও বাজানো হয়েছিল। এবার আবারও বাজানো হবে। সেই পাকিস্তানের সাথে যুদ্ধের কারনে। যেহেতু মালদা জেলা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। এখনো জেলার ১৮ কিলোমিটার কাঁটাতার নেই। বার বার উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনগুলির সদস্যরা করিডোর হিসেবে ব্যবহার করেছে মালদাকে। নদীপথেও বাংলাদেশ থেকে ঢুকে পড়া যায়। নদীপথেই সহজেই যাওয়া যায় ঝাড়খণ্ড। বিহার বা ঝাড়খণ্ড হয়ে সড়ক পথেই নেপাল যাওয়া যায় একাধিক রাস্তা ধরে খুব সহজেই। আর সেকারণেই জাল নোট, অস্ত্র, মাদক পাচারের পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশ এই মালদাকে ব্যবহার করেই এসেছে। সেকারণেই যুদ্ধের আবহে মালদায় তীক্ষ্ণ নজরদারি রয়েছে। সব রকম ভাবে সরকারি আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। তৎপর সিভিল ডিফেন্স। এবার মুসলিম ইন্সটিটিউট থেকেই আবার বাজানো হবে সাইরেন। তবে এছাড়াও আরও চার জায়গা থেকে সাইরেন বেজে উঠবে। মালদা জেলা আদালত, দমকল এবং রেল এবং পুলিশ লাইন অথবা মালদা সংশোধনাগার থেকে।
:9