ঝাড়গ্রাম থেকে ব্রিগেডে লালঝাণ্ডার ঢল, রাত থেকেই শুরু যাত্রা
ব্রিগেড সমাবেশ ঘিরে ফের উত্তেজনা তুঙ্গে। ঝাড়গ্রাম জেলার লালগড়, বেলপাহাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে রাত থেকেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অসংখ্য নেতা-কর্মী। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ১৫টি বাস এবং বেশ কয়েকটি ছোট গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। অনেকে আবার ট্রেনে চড়ে রওনা হয়েছেন রাত থেকেই। একসময় ছিল, যখন ব্রিগেডে অংশ নিতে আগের দিন বিকেল থেকেই রওনা হতেন কর্মীরা। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই চিত্র অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। এবার পরিস্থিতির বদল স্পষ্ট। ফের লালঝাণ্ডার জোয়ার দেখা যাচ্ছে রাজপথে। গত এক মাস ধরেই ব্রিগেড সফল করতে ঝাড়গ্রামের প্রতিটি এলাকায় চলেছে জোর প্রস্তুতি। এলাকাভিত্তিক সভা, প্রচার এবং যোগাযোগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই উদ্যোগ ও প্রস্তুতি জনমানসে স্পষ্টভাবে প্রভাব ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
:17
Likes