নববারাকপুর কলোনি গার্লস হাইস্কুলে চালু হল কমিউনিকেটিভ ইংরেজি স্মার্ট ল্যাব
নববারাকপুর : বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান নববারাকপুর কলোনী গার্লস হাই স্কুলে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন হল শিক্ষার্থীদের সুবিধার্থে কমিউনিকেটিভ ইংলিশ স্মার্ট ল্যাব। সম্পূর্ণ নতুন ভাবে ইংরেজি ভাষার ওপর আরও সুন্দর সহজভাবে দক্ষতা বাড়াতে স্পীকার মাইক স্মার্ট গুগল অডিও ভিসু্য়াল টিভির পর্দায় ছেলে মেয়েদের আয়ত্তে আনতে আনুষ্ঠানিক ভাবে সূচনা হল সাউন্ড সিস্টেম ও স্মার্ট টিভি ও। বিদ্যালয়ের তৃতীয় তলে নবতম শ্রেনী কক্ষের ফিতে কেটে সূচনা হল কমিউনিকেটিভ ইংলিশ স্মার্ট ল্যাব। ঘরের ফিতে কেটে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে ও কেক কেটে স্মার্ট কমিউনিকেটিভ ইংরেজি ল্যাঙ্গুয়েজ ল্যাব এর সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস, পরিচালন সমিতির সভাপতি হৃষিকেশ রায়, সহ শিক্ষিকা মৌসুমী দাস চাকলাদার, কমিউনিকেটিভ স্মার্ট ক্লাসের দায়িত্ব প্রাপ্ত কোঅর্ডিনেটর নবরুপা ভাওয়াল, শিক্ষিকা অনুসূয়া দাশগুপ্ত চ্যাটার্জি সহ বিদ্যালয়ের শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস বলেন শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলা মাধ্যম বিদ্যালয়ে নবতম সংযোজন হল কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্মার্ট ল্যাব। গত তিন চার মাস হল খুব অল্প সময়ের মধ্যে চালু হওয়ার ফলে মেয়েরা কিছুটা হলেও ইংরেজি ভাষার প্রতি কথাবলার ঞ্জান করায়ত্ত করতে পারছে। এটা একটা আমাদের কাছে বড় প্রাপ্তি। ধারাবাহিক ভাবে বিদ্যালয়ে চালিয়ে যেতে পারলে আগামী দিনে শিক্ষার্থীরা ভালো ফল করবে। আধুনিক বিশ্বে সংযোগের ভাষা হিসেবে ইংরেজির গুরুত্বের কথা মাথায় রেখে কলোনী গার্লস হাই স্কুলে উদ্বোধন হল অত্যাধুনিক কমিউনিকেটিভ ইংরেজির স্মার্ট ল্যাব। এদিন এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথি বরণের পাশাপাশি আনন্দ ঘন অনুষ্ঠানে নাচ গান ইংরেজি নাটক পরিবেশন করেন।
:26
Likes