হাইপ্যাক এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের অফিসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
সবার সব আগ্রহ উচ্ছাস ভারতীয় সেনার সঙ্গে আছে। ভারতীয় প্লেনকে যিনি আক্রমণ করে জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন সেই মাসুদ আজহারের পরিবারের 14 জন সদস্যের জানাজা চলছে। এটা তাই আমাদের কাছে দীপাবলির দিন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কে আমরা জানিয়েছি আইপ্যাকের লোকেরা বুথ লেভেল অফিসার চেঞ্জ করছে। এটা ইলেকশন কমিশন এর নির্দেশ ছাড়া করা যায় না। তাদেরকে করা যায় যারা কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট কর্মচারী। ওরা আশা কর্মীদের বি এল ও বানিয়েছে। এগ্রা তে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে মনোজ আগরওয়াল বলেছেন তিনি পদক্ষেপ নেবেন। 6 মে এর তারিখে এডি এম হুগলি এই নোটিশ করেছেন। মনোজ আগরওয়াল বলেছেন তিনি ডিসিপ্লিনারি পদক্ষেপ নেবেন। আমরা চাই কোনো মাদ্রাসাতে 2026 এর বিধানসভায় বুথ করা যাবে না। হিন্দু ভোটার রা সুরক্ষিত নন। মথাবাড়ী, ধুলিয়ন, সমসেরগঞ্জের ঘটনা দেখার পর মাদ্রাসাতে তাঁরা ভোট দিতে যেতে সুরক্ষিত বোধ করছেন না। মুসলিম মহল্লা দিয়েও তাঁরা ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন। তাই আমরা বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে বিকল্প বুথ তৈরি করার জন্য আবেদন জানাব। মৃত ভোটার 12 থেকে 16 লক্ষ। কালীগঞ্জে স্পেশাল রিভিউ হয়েছিল। সেখানে 6 হাজার বাদ পড়েছিল। নিয়ম অনুযায়ী পরিযায়ী শ্রমিক হলে নাম বাদ যাবে না। কিন্তু এক্ষেত্রে যাদের নাম বাদ গেছে তারা ভিন রাজ্যের এখানে এসে এই রাজ্যের সুবিধা নেওয়ার জন্য ডুপ্লিকেট এপিক কার্ড তৈরি করেছিলেন। অনেকে আছেন যারা তিন চার পুরুষ ধরে এখানে আছেন। তারা হিন্দী তে কথা বলেন। তাদেরকে সরানোর চেষ্টা করছে তৃণমূল সরকার। আমরা বাদ দিতে দিইনি। ওরা সাত লক্ষ ভুয়ো অভিযোগ করেছিল। নির্বাচন কমিশন তাতে সাড়া দেয়নি। নিরাপত্তার স্বার্থে আপনাদের এই ব্যবস্থা নিতে হবে যাতে প্রত্যেকটা ভোটার ঠিক করে ভোট দিতে পারবেন। সেই জন্যই আমরা হিন্দু মুসলিম বুথের কথা বলছি। সি ই ও জানিয়েছেন আপনি নির্বাচন কমিশনকেও চিঠি দিয়ে জানান এবং আমাদেরকেও জানান। 15 জুনের মধ্যে আমরা চিঠি পাঠিয়ে দেব।
:13
Likes