মালদহ মোথাবাড়ি সামসেরগঞ্জ সোজা পেহেলগাঁও এর মাস্টার মাইন্ড কে এখানে টেরর হাব তৈরী হয়েছে প্রশ্ন বিধায়ক শ্রীরূপার
আমার প্রশ্ন হচ্ছে এই দাঙ্গার মাস্টারমাইন্ড করা।এই দাঙ্গা,ঘটালো কারা।কারা ট্রেনিং দিল।এর ফাল্ডিং কোথা থেকে হল।তার বক্তব্য কি আমরা অ্যাসম্বিলিতে শুনতে পাবো।তাকে আমি টুইট করেছি।আপনার কাজটা হলো এটা খুঁজে বের করা এই এলাকায় মাস্টারমাইন্ড কে ছিল।আমাদের এখানে কি কোন টেরর হাব তৈরি হয়েছে।এখানে কি স্নিপার সেল আছে,বাঙ্কার আছে। এখানে কি বাইরে থেকে জঙ্গি সংস্থা ঢুকে অ্যাক্টিভ হয়ে রয়েছে।আমরা সেই হোয়াইট পেপার কখন দেখতে পাবো মালদহে সাংবাদিক বৈঠক করে একথা বলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন,আজকে মালদায় প্রায় রেকর্ডে জানি ৩৯ লক্ষ মানুষ।নতুন সেনসেক্স হবে আমাদের ধারণা এখানে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ থাকে এছাড়াও বাইরে থেকে প্রচুর মানুষ এখানে আসে।তাদেরকে প্রটেক্ট করবেন কিভাবে। আমাদের মালদহ পশ্চিমবঙ্গ মোস্ট সেনসিটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এ ব্যাপারে কোন সন্দেহ নেই।সেই সঙ্গে যে জায়গাগুলোর হটস্পট তার মধ্যে রয়েছে মোথাবাড়ি, ইংরেজবাজার, সুজাপুর, তার মধ্যে রয়েছে কুখ্যাত নামে পরিচিত কালিয়াচক, বৈষ্ণবনগর এবং বৈষ্ণবনগর লাগুয়া সামশেরগঞ্জ।এই প্রত্যেকটি জায়গা হচ্ছে হটস্পট।আমাদের যদি ইন্টেলিজেন্সি আইবি এবং সিআইডি স্টেট আইবি এবং সেন্ট্রাল আইবি দুজনের মধ্যে কোন সমন্বয়ে বৈঠক হয়েছে কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।
পিআইবির মাধ্যমে নির্দেশিকা জারি হয়েছে জেলায় জেলায় এবং হটস্পট গুলোকে সুনিশ্চিত করে তালিকা তৈরি হয়েছে যার মধ্যে মালদহ জেলা রয়েছে।সেই মুর্শিদাবাদ মালদহতে বলা হয়েছে মক ভিল করতে হবে। সিকিউরিটি ড্রিল করতে হবে।সারা ভারত জুড়ে বলে দেওয়া হয়েছে কিভাবে সেই ড্রিল হবে। লাইট ব্ল্যাক আউট হলে কি হবে। আমি শুনেছি এখানে কোন সিভিল ডিফেন্সের কোন ভালো আধিকারিক,গ্রুপই নেই। তাদের ওপর কোন সুব্যবস্থা নেই।তাহলে কিভাবে করবেন কাদেরকে দিয়ে করবেন।এটা কোন রাজনৈতিক নেতার কাজ নয়,সরকারের কাজ।আমরা দুই কিলোমিটার বেশি দূরত্বে নয় যেখানে রয়েছে সীমান্ত।ইংরেজবাজার আমাদের হেডকোয়ার্টার হওয়া সত্বেও একটা বিরাট সংখ্যক জায়গা হচ্ছে কাঁটাতারহীন। আমি যখন নিমতিতা থেকে দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্র পরিদর্শন করছিলাম। আমি যখন স্পিড বোর্টে যাচ্ছি তখন আমি দেখছি আমাদের নিমতিতা তার দুইপাড় একদিকে প্রশ্ন একদিকে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র সেখানে কমপ্লিট সাইলেন্ট আমি ওখানকার মানুষের সঙ্গে কথা বলেছি যে ওখানে কি হতে পারে কেউ কিছু জানে না।বা হতে চলেছে। আজকে যদি মানুষকে সচেতন করতে না পারি।ভাবুন ওই নিমতিতা এলাকাতে সম্পূর্ণ নদী এলাকায় বর্ডার হচ্ছে কাঁটাতারহীন। সেখানে আমরা বসে আছি। যেখানে আপনারা দেখছেন পাকিস্তানের বর্ডার ওখানে প্রচুর কাঁটাতার রয়েছে বিশাল জায়গা জুড়ে সিকিউরিটি রয়েছে।এখানে কি আছে।সেই কারণেই আমার মনে হয় কো-অডিনেশন মিটিং এই মুহূর্তে এই ধরনের মিটিং একান্ত ভাবে দরকার।এখানে রাজনীতি করার কোন প্রয়োজন নেই।সামসেরগঞ্জের যে এলাকা দিয়ে মুখ্যমন্ত্রী গিয়েছেন।সেই এলাকাতে আমিও গিয়েছিলাম।আমি মানুষের সঙ্গে কথা বলছিলাম এবং তাতেও আমার মনে হয়েছে আমরা ফাঁকা আওয়াজ দিয়েছি।আমরা দাঙ্গা চাইনা দারুন বলেছেন উনি খুব পাওয়ারফুল ওয়ার্ড।আমি সেটা শুনেছি এবং টুইট করেছি। আমার প্রশ্ন হচ্ছে এই দাঙ্গার মাস্টারমাইন্ড করা।এই দাঙ্গা,ঘটালো কারা।কারা ট্রেনিং দিল।এর ফাল্ডিং কোথা থেকে হল।তার বক্তব্য কি আমরা অ্যাসম্বিলিতে শুনতে পাবো।তাকে আমি টুইট করেছি।আপনার কাজটা হলো এটা খুঁজে বের করা এই এলাকায় মাস্টারমাইন্ড কে ছিল।আমাদের এখানে কি কোন টেরর হাব তৈরি হয়েছে।এখানে কি স্নিপার সেল আছে,বাঙ্কার আছে। এখানে কি বাইরে থেকে জঙ্গি সংস্থা ঢুকে অ্যাক্টিভ হয়ে রয়েছে।আমরা সেই হোয়াইট পেপার কখন দেখতে পাবো।এই নিয়ে অ্যাসেম্বলিতে আলোচনা হয় না কেন।আজকে আমাদের মালদা হল মোথাবাড়ি হল সামসেরগঞ্জ হল সোজা পেহেলগাও দেখুন চিত্রটা একই ধরনের।প্যাটার্ন অফ অ্যাটাক একের পর এক বেস্ট অফ রিলিজিয়ান এটা কোত্থেকে আসছে এর মধ্যে কোন মিল তো নেই এটা আমাদের দেখতে হবে।যদি আমরা না দেখি। তাহলে তাদেরকে কিভাবে সুরক্ষিত রাখবো।
:12