গোবরডাঙ্গা খাটুরা হাইস্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির জন্য ও গাইঘাটার পাঁচপোতা হাই স্কুলে স্মার্ট ক্লাসের জন্য টাকা দেওয়া হয়েছে বলে শান্তনু ঠাকুর তার নির্বাচনি ইস্তাহারে প্রকাশ করেছেন।সম্প্রতি খাটুরা হাই স্কুলের প্রধান শিক্ষক বলেছিলেন তারা স্কুলের জন্য সংসদের কাছে কোন আবেদন করেননি | তাদেরকে কোন টাকা পয়সা দেওয়া হয়নি সংসদের তরফ থেকে | পাশাপাশি গাইঘাটা হাই স্কুলের প্রধান শিক্ষক একই দাবি করেন |
তারই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে ঠাকুরনগরের বাড়িতে শান্তনু ঠাকুর খাটুরা হাই স্কুলের আবেদন করার একটি কাগজ হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন | তিনি বলেন এটি স্কুলের আবেদন পত্র | আমি অ্যাপ্রুভ করে দিয়েছি | ডিএম অফিসে দেওয়া আছে | কাজ করার দায়িত্ব প্রধান শিক্ষকের স্কুলের | গাইঘাটার হাই স্কুলেও প্রপোজাল পেয়ে অর্থ মঞ্জুর করা হয়েছে | আমি যে অর্থ মঞ্জুর করেছি |তারা যদি কাজ না করে সেটা তাদের দায়িত্ব | আমি আমার ইস্তেহারে লিখতেই পারি | প্রধান শিক্ষকেরা তৃণমূলের চাপে এই সমস্ত বলতে বাধ্য হচ্ছেন এটা ওদের দোষ নয় | আর আমি তো মানুষ এর জবাব দেবে |