.নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : দিল্লিতে অভিষেক বন্দোপাধ্যায় সহ তৃণমূলের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC এর । দিল্লিতে কৃষি ভবনে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে হেনস্থার শিকার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদ, বিধায়ক, প্রতিনিধিরা। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অমিত শাহের দিল্লি পুলিশের ব্যবহারের প্রতিবাদে গতকাল রাত থেকে কলকাতা সহ রাজ্যের জেলায় জেলায় জ্বলল প্রতিবাদ শুরু হয়েছে।
দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটক করার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে সাতটার সময় বাঁকুড়া রাণীগঞ্জ 60 নং জাতীয় সড়কের দুর্লভপুর মোড়ে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল শ্রমিক সংগঠনINTTUC এর । যার জেরে রাত্রে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ল জাতীয় সড়ক । বিক্ষোভ কর্মসূচি চলে বেশ কিছুক্ষণ। অবশেষে পুলিশ আসলে বিক্ষোভকারীরা সরে যায়। বিরোধীদল বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে এদিন প্রতিবাদ জানান তৃণমূল কর্মী সমর্থকরা। মানুষকে জানাতেই এই প্রতিবাদ বলে জানান বিক্ষোভকারীরা। প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি।
রীতি মেনে গন্ধেশ্বরী নদীতে চলছে কলাবউ বিসর্জনের পালা ।
রীতি মেনে গন্ধেশ্বরী নদীতে চলছে কলাবউ বিসর্জনের পালা । রীতি মেনে আজ দুপুর থেকে শুরু হল কলাবউ বিসর্জনের পালা। বাঁকুড়া...