।। বাইকের তেলের ট্যাংকের মধ্যে করে অভিনব কায়দায় রুপো পাচারের সময় বিএসএফের জালে এক পাচারকারী ।।
বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্ত থেকে ১০ কেজি রুপোর গয়না ও মোটরবাইক সহ এক পাচারকারীকে আটক করলো বিএসএফের ১১২নং ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী। দহরকন্দা সীমান্তে ওই পাচারকারী বাইক করে আসতেই তার গতিবিধি দেখে সন্দেহ হয় বিএসএফের। তাকে আটক করে তল্লাশি চালাতেই মোটর বাইকের তেলের ট্যাংকের ভিতর থেকে ১০ কিলো রুপোর গয়না উদ্ধার হয়। ধৃত পাচারকারী মোজাফফর দফাদার, তার বাড়ি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহারকান্দা গ্রামে। বাজেয়াপ্ত ১০ কিলো রুপোর গয়নার বাজারদর প্রায় ৮ লক্ষ টাকা। ধৃত পাচারকারীসহ রুপোর গয়নাগুলিকে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে