রীতি মেনে গন্ধেশ্বরী নদীতে চলছে কলাবউ বিসর্জনের পালা ।
রীতি মেনে আজ দুপুর থেকে শুরু হল কলাবউ বিসর্জনের পালা। বাঁকুড়া শহরের সমস্ত মন্ডপ থেকে একে একে কলাবউ নিয়ে শোভাযাত্রা করে গন্ধেশ্বরী নদীর সতীঘাটে হাজির হন পুজো উদ্যোক্তারা। সেখানেই পবিত্র মন্ত্রোচ্চারণের মাধ্যমে কলাবউ বিসর্জন করে সকলেই কামনা করেন আসছে বছর আবার এসো মা।
সপ্তমীর সকালে শোভাযাত্রা করে গন্ধেশ্বরী নদীর সতীঘাট থেকে কলাবউ স্নান করিয়ে মন্ডপে মন্ডপে নিয়ে যান পুজো উদ্যোক্তারা। সপ্তমী, অষ্টমী ও নবমী মন্ডপে দেবী প্রতিমার পাশেই থাকে সেই কলাবউ। দশমীর সকালে দশমীর পুজো, পুষ্পাঞ্জলি ও সিঁদূর খেলা পর্ব মিটতেই একে একে বিভিন্ন মন্ডপ থেকে পালকিতে কলাবউ চাপিয়ে শোভাযাত্রা করে গন্ধেশ্বরী নদীর সতীঘাটে হাজির হন স্থানীয় পুজো উদ্যোক্তারা। একে একে নদীর জলে সেই কলাবউ বিসর্জন চলতে থাকে। একসাথে বাঁকুড়া শহরের শতাধিক মন্ডপের এই কলাবউ বিসর্জন দেখতে শুধু বাঁকুড়া শহরের মানুষ নয় জেলার বিভিন্ন প্রান্তের মানুষ হাজির হন সতীঘাটে।