চিকিৎসা গাফিলতির অভিযোগ দুর্গাপুর ESI হাসপাতালে বিরুদ্ধে! হাসপাতালে ৩ বছরের কন্যা সন্তানকে নিয়ে ঘুরে বেড়ালের পিতা
দুর্গাপুর: দুর্গাপুরে শ্রমিক হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না শ্রমিক পরিবার।
অভিযোগ, দুর্গাপুরের বাসিন্দা ধরাম সূত্রধর বেসরকারি একটি সংস্থায় কর্মরত তার ৩ বছর এক শিশু কন্যা প্লাস্টিক জাতীয় কিছু খেয়ে ফেলে এবং তার পরই তাকে দুর্গাপুর শ্রমিক হাসপাতাল ইএসআই নিয়ে আসা হয়। হাসপাতালের কর্মীরা জানান, চিকিৎসক নেই অন্যত্র নিয়ে যান। কর্মীরাও দুর্ব্যবহার করে বলে অভিযোগ।
এরপরই ৩ বছরের শিশু কন্যাকে নিয়ে হাসপাতাল চত্বরে কি করবেন তা বুঝে উঠতে না পেরে বসে পড়েন। পরে সংবাদমাধ্যমে পোছালে
হাসপাতাল কতৃপক্ষ নড়েচড়ে বসে। হাসপাতাল সুপারের তত্ত্বাবধানে শিশুটি চিকিৎসা হয় এবং তাকে আশ্বস্ত করা হয় তার শিশু কন্যা ভালো আছে।
শ্রমিকদের স্বার্থেই শ্রমিক হাসপাতাল, প্রতিমাসে এই পরিষেবার দেওয়ার জন্য টাকাও কাটা হয়। কিন্তু তারপরও কেন বঞ্চিত শ্রমিক ও তার পরিবার এ প্রশ্ন উঠছে।