রবিবাসরীয় ইডেনে গতকাল ভারত সাউথ আফ্রিকার জমজমাটি ম্যাচ ছিল তবে শেষমেষ ভারতের জয় হয় অন্যদিকে অনবদ্য পাওনা ছিল বিরাটের ৪৯ তম সেঞ্চুরি যদিও তার সেদিন জন্মদিন ছিল
অর্থাৎ এক নয় দুই পাওনা থেকে গেল ইডেনের মাঠে তবে ইডেনের ম্যাচে বহু মানুষ জমায়েত হয়েছিল না জলের জন্য বহু মানুষের সমস্যায় পড়তে হয়েছে জলের প্রায় হাহাকার দেখা গেছে গতকাল ইডেনে যে টানটান ম্যাচ ছিল সেই ম্যাচে প্রশাসনের কিন্তু আরও নজর দেওয়া উচিত ছিল