ঘরের মাঠে যুবভারতীতে প্রায় ৬২হাজার সমর্থকের সামনে মুম্বই সিটি এফসি-কে ২-১ গোলে হারিয়ে প্রথমবার আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হলেও আনন্দে আত্মহারা মোহনবাগান। শিল্ডের পর তাদের লক্ষ্য এ বার নক আউট চ্যাম্পিয়নশিপ ধরে রাখা। এদিন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ম্যাচের পরে বললেন,’মোহনবাগান যা খেলল তাতেই চ্যাম্পিয়ন হল। আইএসএল চ্যাম্পিয়ন হল। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল। এবার অধরা লিগ শিল্ড জিতে নিল। কখনও মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি এবার সেটাও জিতল।’ প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচাৰ্য আর দলের অন্যতম কর্ণধার উৎসব পারেখও বেশ খুশি byte এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও মোহনবাগানকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান
এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশনে সিলভার জয় বাঙালি কন্যার
নদীয়ার কৃষ্ণনগর ঘূর্ণী বক্সীপাড়ার বাসিন্দা চম্পা হালদার তিনি কৃষ্ণনগর আস্থা নামক একটি যোগাসন সেন্টারের হয়ে এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা...