প্রতিবারের মত এবারও নববর্ষতে বারপুজোর মাধ্যমে হয়ে গেলো মরসুমের শুরু। কলকাতার দুই প্রধানও তার ব্যতিক্রম নয়। মোহনবাগান যেমন সোমবারে মুম্বই এফসি ম্যাচে জয় পেয়ে লিগ শিল্ড ঘরে তুলতে চায় ঠিক তেমনই ইস্টবেঙ্গল আগামী মরসুমে আরও ভালো দল গঠন করতে চায়। বাগান সচিব দেবাশিস দত্ত আবার এদিন বল পুজো করলেন। তিনি বললেন byte ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার আবার শোনালেন সমর্থকদের আশার বাণী byte বরাবরের মত এদিনও দুই ক্লাবেই সমর্থকদের ভিড় উপচে পড়ে। চলে খাওয়া দাওয়াও। এছাড়া এরিয়ান সহ অন্য বাকি ময়দানের ক্লাবগুলোতেও এদিন হল বারপুজো
এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশনে সিলভার জয় বাঙালি কন্যার
নদীয়ার কৃষ্ণনগর ঘূর্ণী বক্সীপাড়ার বাসিন্দা চম্পা হালদার তিনি কৃষ্ণনগর আস্থা নামক একটি যোগাসন সেন্টারের হয়ে এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা...