বাগনান থানার অন্তর্গত বাকসীহাট পঞ্চায়েতের মানকুর শীতলাতলায় প্রায় ৩৮ – ৪০ কেজি ওজনের বিরাট সামুদ্রিক কচ্ছপ অলিভ রিডলে উদ্ধার হয়। কচ্ছপ টি মানকুরের রূপনারায়ণ নদীর পাড়ে পড়েছিল। স্থানীয় যুবক রাজু কোটাল ও বাদল পাত্র নদীর পাড়ে দেখতে পেয়ে নামিয়ে দিলেও কচ্ছপ টি যেতে পারেনি। তারা সঙ্গে সঙ্গে ডাঙায় তুলে এনে বাগনান থানায় খবর দেয়।
বাগনান থানার আধিকারিক রা যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য ও বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিকের সঙ্গে। কিছুক্ষনের মধ্যেই চিত্রক প্রামানিক তার সঙ্গী ঝিন্দন প্রধান, সুমন্ত দাস ও তিতাস প্রধান কে নিয়ে এলাকায় গিয়ে দেখেন এটি বিরাট অলিভ রিডলে কচ্ছপ। ভীষণ ক্লান্ত হয়ে গেছে কচ্ছপ টা। বাম দিকের ফ্লিপারে চোট ও আছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরে এদের বসবাস। গভীর সমুদ্রে থাকে। পাশের রাজ্য উড়িষ্যার উপকূলে ডিম পাড়তে আসে। কোনো কারনে দিকভ্রান্ত হয়ে নদীতে চলে এসেছে। এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়। চিত্রক প্রামানিক ও তার সঙ্গীরা গ্রামের মানুষদের এই কচ্ছপ টি সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেন। কয়েকবছর আগে ওই এলাকায় আরও দুটি অলিভ রিডলে কচ্ছপ পাওয়া যায়, একটিকে ভুলবশত মানুষ মেরে ফেলে ও অন্যটি বন বিভাগে দেওয়া হয়। রাতের দিকে হাওড়া বন বিভাগের কর্মীরা এসে কচ্ছপ টি উদ্ধার করে গড়চুমুক চিড়িয়াখানায় নিয়ে যান চিকিৎসার জন্য। হাওড়া জেলার মতো নন ফরেস্ট এলাকায় ৪০ কেজি ওজনের বিশালাকার কচ্ছপ পাওয়া এই প্রথম।