৫০০ বছরের শাইী মসজিদ মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের সম্প্রদায় মানুষ মিলিত হলেন একে অপরের আলিঙ্গন মিষ্টিমুখের মধ্য দিয়ে আজ ঈদের নামাজ পড়লেন।
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার ত্রিমোহিনী আমিনিয়া মাদ্রাসা ভারত ও বাংলাদেশ সীমান্তে গাছা জামে মসজিদ শফিকুল দফাদার শারিফুল মন্ডল সহ এলাকার কচিকাঁচারা একে অপরের আলিঙ্গনের মধ্য দিয়ে ঈদের নামাজ পড়লেন।
হিঙ্গলগঞ্জের বিধায়ক তৃণমূলের দেবেশ মণ্ডল বৃহস্পতিবার সকালে বাঁকরা গ্রামের শাহী মসজিদে এসে স্থানীয়দের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সেই সঙ্গে মিষ্টি মুখ করেন।বিধায়কের সঙ্গে ছিলেন সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ মণ্ডল,স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ ঘোষ, জয়নাল আবেদীন। দেবেশ মণ্ডল বলেন, ” মুসলিম ধর্মের মানুষরা যদি শান্তি চায় খুশি হতে চায় তবে অন্য ধর্মের মানুষদের উচিত তাদের সাথে সামিল হওয়া। “