দুর্গত ও চাষের জমি ক্ষতিগ্রস্থ এলাকায় সরজমিনে উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদের সহসভাপতি
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে নিম্নচাপের জের লাগাতার বৃষ্টি ষ্টি ফলে একদিকে বর্ষাকালিন সবজি অন্যদিকে চাষের জমি বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে সূর্যের আলো উঠতেই পচন ধরতে শুরু করেছে সবজি ফসল। তাই এবার সরজমিনে স্বরূপ নগরের বিধায়ক বিনামণ্ডল সহ প্রশাসনিক কর্তারা
সরুপনগর এর বন্যা দুর্গত এলাকায় সরজমিনে খতিয়ে দেখতে দুর্গত এলাকায় পৌঁছালেন অতিবৃষ্টির কারণে স্বরূপনগরের শুগুনা গ্রাম পঞ্চায়েত, চারঘাট গ্রাম পঞ্চায়েত, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত, সারাফুল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায় সমস্যায় সারাদিন মানুষ থেকে শুরু করে গবাদি পশুর যেসব ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন অন্যদিকে সরকারিভাবে বিনামূল্যে শস্য বীজ যাতে কৃষকরা পায় তার সবরকম আশ্বাস দিলেন।