সন্দীপ ঘোষ কাহিনীর অন্যতম মাথা অভিক দে। ২০২৩ সালে একটি অনুষ্ঠানে একই মঞ্চে অভিক দের সাথে ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর। আন্দোলনকারী চিকিৎসকদের এই অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে। ২০২৩ সালের সেই অনুষ্ঠান মঞ্চের ছবি প্রিন্ট আউট করে পোস্টার লাগানো হয়েছে গোটা হাসপাতাল জুড়ে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বরের ঘরের সামনেই রয়েছে একাধিক পোস্টার। যেখানে দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের উপস্থিতিতে অভিক দে চিকিৎসকদের ডিগ্রি তুলে দিচ্ছেন। তাই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানতে চাই সন্দীপ ঘোষের অন্যতম মাথা এই অভিক দে কি কারণে মালদা মেডিকেল কলেজে আনাগোনা ছিল। তার ছত্রছায়ায় অনেকেই রয়েছে এই কলেজের বলে প্রশ্ন তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও থ্রেট কালচার অবশ্যই রয়েছে। তাই অবিলম্বে কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে এই অভিক দে কি কারণে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল তাই সুপারের ঘরের সামনে এই পোস্টার লাগানো হয়েছে।
বাইট –
১) প্রকৃতি মান্না আন্দোলনকারী চিকিৎসক।
২) পৃথা দাস আন্দোলনকারী মহিলা চিকিৎসক।