৭ বাংলাদেশী নাগরিককে হাওড়া স্টেশন থেকে আটক করেছে আরপিএফ। সম্প্রতি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে শেখ জাকির নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে প্রথমে আটক করে আরপিএফ। পরবর্তীতে তারা বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাকে আটক করে। তদন্তে জানা যায়, এরা বাংলাদেশী নাগরিক। এরা শেখ জাকিরের সহায়তায় উত্তর ২৪ পরগণার ঘোজাডাঙ্গা, বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। এরা নির্মাণ শ্রমিক, দিনমজুরি এবং গৃহকর্মী হিসাবে কাজের জন্য বেঙ্গালুরু যাবার পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদের সময় এরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে অভিযোগ। হাওড়া জিআরপি ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে।
কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত আন্দোলন চলবে: জুনিয়ার ডাক্তার
রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দফার বৈঠকের পরেও দুপক্ষ বেশ কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত তারা আন্দোলন...