কুলতলী: তিন দিন ধরে লুকোচুরির অবসান ঘটিয়ে স্বইচ্ছায় জঙ্গলে ফিরল। দক্ষিণ রায়। গত শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির ভুবনেশ্বরী অঞ্চলে গৌড়ের চক এলাকায় নদীর তীরে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা। এরপর খবর দেয়া হয় বনদপ্তরকে বনদপ্তর এর পক্ষ থেকে বাঘটিকে ধরার জন্য ওটা এলাকা জাল দিয়েই ঘিরে ফেলা হয়। বাঘ থেকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে পাতা হয় কাঁচা। লুকোচুরি খেলার অবসান ঘটিয়ে সোমবার সকালে সুন্দরবন লাগুয়া, বুদ্ধির খালের সাঁতার কেটে সুন্দরবনের আজমমারি জঙ্গলে ফিরে গেল দক্ষিণ রায়। বাঘ সাঁতার কাটতে দেখে এলাকাবাসীরা ও বন বিভাগের কর্মীরা বাতি বোমা ও বাঁশ দিয়ে তারা করে। এবং বাঘটি নিরাপদে সাঁতার কেটে স্বমহিমায় নিজের ডেরায় ফিরে যায়। এ বিষয়ে এক গ্রামবাসী বলেন তিনদিন ধরে আমরা এই বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়েছিলাম অবশেষে আতঙ্ক থেকে মুক্তি পেলাম। বাঘটি নিরাপদে নিজের ঘরে ফিরে গিয়েছে। আমাদের তিনদিন ধরে ই যে পরিশ্রম তা সফল হয়েছে। এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বনদপ্তরের মুখ্য আধিকারিক (ডি এফ ও) মিলন কান্তি মন্ডল বলেন, গত শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির ভুবনেশ্বরী গৌড়ের চকে বাঘের পায়ের ছাপ দেখতে পায় স্থানীয়রা। এরপর খবর দেয়া হয় বন বিভাগের আধিকারিকদের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বন বিভাগের আধিকারিকেরা। বাঘের পায়ের ছাপটি দেখে আমরা অনুমান করতে পারি, বাঘটি জঙ্গলে ফিরে যাই নি এই এলাকায় রয়েছে। এরপর যুদ্ধকালীন তৎপরতায় মাইকিং এর মাধ্যমে স্থানীয় এলাকাবাসীদের আমরা সতর্ক করি এর পাশাপাশি গোটা এলাকা জাল দিয়ে নিরাপত্তার স্বার্থে ঘিরে ফেলি। গতকাল আমরা দেখতে পাই গৌড়ের চক এলাকায় জলের বেশ কিছুটা অংশ ছেড়ে গিয়েছে এবং কামড়ের দাগ। এরপর আমরা সুনিশ্চিত হয়ে পড়ি ওই জঙ্গলের মধ্যে বাঘ রয়েছে। এরপর বাঘটিকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাচা। কিন্তু আজ সকালে বনকর্মীরা ও স্থানীয় এলাকাবাসীরা দেখতে পায় বাঘটি খাল সাঁতরে ওই বাঘটি আজমমারির জঙ্গলে ফিরে যাচ্ছে। এরপর বন বিভাগের কর্মীরা বাঘটিকে ভয় দেখানোর জন্য বোমা ফাটায়। বোমার শব্দে বাঘটি জঙ্গলে ফিরে যায়। বিপদ মুক্ত হলো গোটা গ্রাম। আতঙ্কের অবসান ঘটলো।
কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত আন্দোলন চলবে: জুনিয়ার ডাক্তার
রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দফার বৈঠকের পরেও দুপক্ষ বেশ কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত তারা আন্দোলন...