আর জি কর ঘটনার প্রতিবাদে তিলোত্তমার দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবং সুরক্ষার দাবিতে রামকৃষ্ণ মিশন প্রাক্তনী দের মিছিল । গোলপার্ক, ইনস্টিটিউট অফ কালচার থেকে শুরু হয়ে গড়িয়াহাট রাসবিহারী ভবানীপুর হয়ে নন্দনে শেষ হবে এই প্রতিবাদ মিছিল । মিছিলের সূচনা করা হয় শঙ্খ ধ্বনি দিয়ে ।কালো প্রতিবাদের রং কালো শোকের রং এই কালো রং পরিধান করে মিছিলে সামিল হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের প্রক্তনীরা *”আমরা বাকরুদ্ধ, আমরা মৌন নই।”* স্লোগান কে সামনে রেখে মৌন মিছিল করা হয় । শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব স্বামী বিবেকানন্দ এবং মা সারদার বানী প্লাকাডে লিখে মিছিলে দেখা গেল ।
কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত আন্দোলন চলবে: জুনিয়ার ডাক্তার
রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দফার বৈঠকের পরেও দুপক্ষ বেশ কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত তারা আন্দোলন...