নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : এনএসএসে উল্লেখযোগ্য ভূমিকার জন্য জাতীয় পূরস্কার পেলেন বাঁকুড়ার পুরন্দরপুরের বাসিন্দা অভিজিৎ ভুঁই। গত ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্ম্মু এনএসএস বিভাগে এরাজ্যের একমাত্র প্রতিনিধি অভিজিৎ ভুঁই সহ ৩০ জনের হাতে এই পূরস্কার তুলে দেন।
পুরন্দরপুর গ্রামের স্কুলে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে অভিজিৎ ভর্তি হন বাঁকুড়া সম্মিলনী কলেজে। সেখান থেকে প্রাণী বিদ্যায় স্নাতক পাশ শেষে পুরুলিয়ার সিধো কানহু বিশ্ববিদ্যালয়। ২০২০ সালে কলকাতার রেড রোড ও ২০২১ সালে দিল্লীর রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেয় সে।
ছেলের এই সাফল্যে খুশী অভিজিতের বাবা উদয় ভুঁই, মা সুমিত্রা ভুঁই।