পাথর প্রতিমা: শীতের শুরুতেই নদীর তীরে রোদ পোয়াতে দেখা গেল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারকে। এমনই অবিশ্বাস্যকর দৃশ্য ক্যামেরাবন্দি করল বনদপ্তরের কর্মীরা। দক্ষিণ 24 পরগনা পাথরপ্রতিমার রামগঙ্গা রেঞ্জের সুন্দরবনের চুলকাটি জঙ্গলে নদীর ধারে রোদ পোহাতে দেখা যায় একটি পূর্ণবয়স্ক দক্ষিণ রায়কে। নদীর তীরে বসে বেশ কিছুক্ষণ রোদ পোড়ানোর পর রাজকীয় মেজাজে জঙ্গলের মধ্যে ঢুকে যায় দক্ষিণ রায়। সেই ছবি ওয়াচ টাওয়ার থেকে বন সহায়কদের ক্যামেরায় ধরা পরল। শীতের মৌসুমে সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের এই দৃশ্য আরো একবার মন কেড়ে নিল। শীতের মরশুমে ভ্রমণপিপাসু বাঙালির অন্যতম ভ্রমণের জায়গা হল সুন্দরবন। সুন্দরবনের জীববৈচিত্র্য ভ্রমণপিপাসু বাঙ্গালীদের বারবার সুন্দরবনের দিকে টেনে আনে। গত বছর শীতের মরশুমে সুন্দরবনের ঘুরতে আসা পর্যটকদের ক্যামেরার সামনে নিজের রাজকীয় মেজাজে দর্শন দিয়েছিল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। এবছর শীতের শুরুতেই আবারও সুন্দরবনের দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের। এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুখ্য বন আধিকারিক (ডি এফ ও) মিলন কান্তি মন্ডল বলেন, সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়েছে। সুন্দরবনের গভীর জঙ্গলে বনদপ্তর এর পক্ষ থেকে যে সকল ক্যামেরা বসানো হয়েছে সে সকল ক্যামেরায় বাঘেদের ছবি ধরা পড়েছে বহুবার। সোমবার জঙ্গলে পাহারা দেয়ার সময় ওয়াচ টাওয়ার থেকে একটি পূর্ণবয়স্ক বাঘের ছবি ক্যামেরাবন্দি করে বন সহায়করা। নদীর ধারে বেশ কিছুক্ষণ রোদ পোহাতে দেখা যায় বাঘটিকে এরপর বাঘটি পুনরায় জঙ্গলে ঢুকে যায়।
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...