আরজিকর কান্ড নিয়ে যখন উত্তাল রাজ্য ঠিক সে সময় ধূপগুড়ির ডাউকিমারীতে তৃণমূল নেতা তথা পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক পরিমল সরকারের বিরুদ্ধে এক পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠে। এই তৃণমূল নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ধূপগুড়ির ডাউকিমারীতে বিক্ষোভ মিছিল করল বিজেপির কর্মী সমর্থকরা।
সেই সাথে এদিন তারা আরজিকর কান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মিছিল করেন। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, গত ৮ ই জুন তৃণমূল নেতা এক পরিচারিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। এমনকি ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্তের পরিবারের তরফ থেকে চাপ ও প্রলোভন দেওয়া হয় বলে অভিযোগ।
এমনকি পুলিস তাকে গ্রেফতার করেনি বলে অভিযোগ। যদিও বর্তমানে ঐ তৃণমূল নেতা জামিন পেয়েছেন।
এই নিয়ে বিজেপি নেতা কমলেশ সিংহ রায় বলেন, তৃণমূল নেতা এক পরিচারিতাকে কাজে অছিলায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি। যদি অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের গ্রামীণ ব্লক সভাপতি মলয় রায় বলেন, অভিযুক্ত সাথে শাসক দলের কোন সম্পর্ক নেই। দোষী প্রমাণিত হলে অবশ্যই শাস্তি হওয়া উচিত।