অতিরিক্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে মেট্রো রেলের তরফে। একইসঙ্গে ময়দান, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এলাকায় পর্যাপ্ত টিকিট কাউন্টারও থাকছে বড়দিনে।
কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক / CPRO কৌশিক মিত্র জানিয়েছেন – ‘বড়দিনে যারা পার্কস্ট্রিটে যাবেন, তাদের ভালো মতোই পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল। বড়দিনে বাড়তি পরিষেবার সঙ্গে থাকছে নিরাপত্তার ব্যবস্থা। ২৫ তারিখ মোট ১৯৪টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। ৯৭টি আপ এবং ৯৭টি ডাউন। সকাল ৮টা ৫৫ মিনিটে এদিনের প্রথম মেট্রো ছাড়বে দমদম থেকে। কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে।’ এটা সাধারণত ৯টা ৪০-এ থাকে। পার্ক স্ট্রিটে বড়দিন উদযাপন করে মানুষ যাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে তার জন্য এই ব্যবস্থা।
এছাড়াও এইদিন মেট্রো রেল এর তরফ থেকে নিরাপত্তার ওপরও জোর দেওয়া হচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন – *মেট্রো স্টেশনের প্রতিটি এন্ট্রি ও এক্সিট গেটে RPF মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের জন্য থাকবে তারা। পার্কস্ট্রিট স্টেশনে মোতায়েন থাকবে পর্যাপ্ত মহিলা RPF আধিকারিক। শিশু ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকবে তারা। এছাড়া পার্ক স্ট্রিট, ময়দান, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি স্পেশাল টিম থাকবে। একজন RPF সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং চারজন পুলিশ কর্মী থাকবেন। সঙ্গে আরও একটি স্পেশাল টিম থাকবে পার্ক স্ট্রিট স্টেশনে।*