নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : বিষ্ণুপুর শহরের ঐতিহাসিক জোর বাংলো মন্দিরের ১৩০ মিটারের মধ্যে মোরাম ভরাট ও নির্মাণ কাজ বন্ধ করে দিল প্রশাসন।
চলতি বছরের ২৩ শে ফেব্রুয়ারি বিষ্ণুপুর শহরে ঐতিহাসিক জোড় বাংলো মন্দিরের থেকে ১৩০ মিটারের মধ্যে অবৈধভাবে তৈরি করা হয়েছিল একটি লজ, পুরসভার পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। ভাঙ্গা লজের পাশেই নিচু জায়গায় মোরাম ভরাট করায় বুধবার ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখেন ভূমি দপ্তর। পাশেই ১৩০ মিটারের মধ্যে তৈরি হচ্ছে একটি নির্মাণ কাজ। অভিযোগ কোন এক ব্যক্তি মন্দির থেকে ১৩০ মিটারের মধ্যে নিচু জায়গা মোরাম ভরাটের কাজ করছে । সেই খবর পেয়ে ভূমি দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান।
বিষ্ণুপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক পার্থ সারথি মাজী বলেন অভিযোগ পেয়ে এদিন ঘটনাস্থলে গিয়ে আপাতত মাটি ভরাটের কাজ বন্ধ করা হয়েছে। অন্যদিকে পুলিশ প্রশাসন ও এ এস আই মৌখিকভাবে নির্মাণ কাজ বন্ধ করার কথা বলে। তবে কারা এই ধরনের অবৈধ কাজ শুরু করেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।