ধান পাকতেই লোকালয়ে হাতির দল । রাত থেকে এদিক -ওদিক ঘোরাঘুরি করে এক গ্রামবাসীকেও জখম করেছে হাতি । এরপর সাত সকালে দিনহাটা দুই ব্লকের মাতালহাট লক্ষ্মীর বাজার এলাকায় ঢুকে পড়ে ছ’টি হাতি । এইত ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । খবর পেয়ে লক্ষ্মীর বাজারে আসে দিনহাটা থানার পুলিশ এবং বন বিভাগের কর্মীরা ।
বুধবার গভীর রাতে কোচবিহার এক ব্লকের মোয়ামারিতে ৬ টি হাতি ঢুকে পড়ে। এরপর সকালে ওই হাতির দলটি লক্ষ্মীরবাজার এলাকায় চলে আসে । হঠাৎ করে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা অঞ্চলে ।