খেলার ছলে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ ১১ জন বাচ্চা, ঘটনায় দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুর: খেলার ছলে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ একই গ্রামের ১১ জন বাচ্চা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিশুরা।রবিবার এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বলদু গ্রামে।এদিকে ঘটনার খবর পেয়ে সোমবার অসুস্থ শিশুদের সাথে দেখা করতে আসেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল। তিনি অসুস্থ বাচ্চাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।স্থানীয় সূত্রে খবর রবিবার হরিরামপুর ব্লকের বলদু গ্রামে খেলা করছিল একদল বাচ্চা।সেই সময় খেলার ছলে তারা বিষাক্ত ফল খেয়ে ফেলেন।যার পরেই অসুস্থ হয়ে পড়ে ১১ জন বাচ্চা। বিষয়টি পরিবারের লোকজন জানতে পারলে তাদেরকে প্রথমে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।বর্তমানে সেখানে চলছে তাদের চিকিৎসা। ঘটনার খবর পেয়ে সোমবার অসুস্থ শিশুদের সাথে দেখা করতে আসেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল। তিনি অসুস্থ বাচ্চাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত আন্দোলন চলবে: জুনিয়ার ডাক্তার
রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দফার বৈঠকের পরেও দুপক্ষ বেশ কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত তারা আন্দোলন...