নববারাকপুর :এসো হে বৈশাখ এসো এসো বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ দিবসে রবিবার সকালে এক বর্ণময় বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা আয়োজন করে নববারাকপুর পুরসভা। নতুন বছর নতুন আশা শান্তি সম্প্রীতি ঐক্যের ভাষা শ্লোগান কে সামনে রেখে কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে শেষ হয় শহীদ বেদিতে। বাংলা কৃষ্টি সংস্কৃতি এক সুন্দর সম্প্রীতির মেলবন্ধন তুলে ধরা হয় প্রভাতী শোভাযাত্রায়।বাংলা নতুন বছর কে স্বাগত জানিয়ে শোভাযাত্রায় ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন, পুরসভার আধিকারিক, কর্মী ও বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা। পুরসভা পরিবেশ পরিচ্ছন্নতায় সবুজায়নে বার্তা তুলে ধরেন বিভিন্ন ফেস্টুন প্লাকার্ড।নববারাকপুরের রূপকার স্রষ্টা কর্মবীর হরিপদ বিশ্বাসের মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে বার পুজোয় খুদে খেলোয়াড় দের সাথে কিছু সময় কাটান বর্ষীয়ান রাজনীতিবিদ প্রার্থী অধ্যাপক সৌগত রায়।শেষে মঞ্চে নাচে গানে কবিতায় নববর্ষ উদযাপন করা হয়।
কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত আন্দোলন চলবে: জুনিয়ার ডাক্তার
রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দফার বৈঠকের পরেও দুপক্ষ বেশ কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত তারা আন্দোলন...