দক্ষিণ ২৪ পরগনা: তীব্র গরম থেকে অবশেষে মিলল স্বস্তি। স্বস্তির বাণী শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। স্বস্তির মাঝেও আতঙ্কের পরিবেশ দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায়। কালবৈশাখী ঝড়ের সর্তকতা ইতিমধ্যেই জারি করা হয়েছে । উত্তাল হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা উপকূল তীরবর্তী এলাকা গুলিতে জারি করা হয়েছে সর্তকতা।
দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় উপকূল থানার পক্ষ থেকে মাইকিং প্রচারের মাধ্যমে এলাকাবাসীদের সতর্কতা সংকেত জারি করে মাইকিং করা হচ্ছে। নামখানা , সাগর,কাকদ্বীপ,পাথরপ্রতিমা সহ উপকূল তীরবর্তী এলাকার মৎস্যজীবীদের গভীর সমুদ্র মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।ঝোড়ো আবহাওয়ার কারণে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৬ মে থেকে ৮ মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এর ফলে উত্তাল হতে পারে সমুদ্র। ঢেউয়ের উচ্চতা হতে পারে ০.৫ মিটার থেকে ১.২ মিটার পর্যন্ত। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহ চলেছে। কলকাতা-সহ প্রায় সর্বত্র তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ছিল। কলাইকুন্ডায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪৫ ডিগ্রির গণ্ডিও। গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে অবশেষে স্বস্তির বার্তা নিয়ে এসেছে আলিপুর। যদিও দুমাস ধরে গভীর সমুদ্র মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে ।