জেলায় মাঝে মধ্যেই এমন ঘটনা নজরে আসে কিন্ত নিউটাউন যেটা স্মার্ট সিটি সেখানে ও এবার নজরে এলো এমন চিত্র।নিউটাউন গৌরাঙ্গ নগরের ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা বৃদ্ধ দম্পতি নির্মল মন্ডল ও নমিতা মন্ডল এর দুই ছেলে শ্রীপদ মন্ডল ও সুজিত মন্ডল। এই দুই ছেলে দশ বছর ধরে ঘরের মধ্যে তালা বন্দি অবস্থায় রয়েছে।
পরিবারের দাবি কুড়ি বছর ধরে মানসিক রোগে ভুগছিলো। এর পর তাদের বিয়ে ও দেওয়া হয়। কিন্তু কয়েক বছরের মধ্যে তাদের বৌ ছেড়ে চলে যায়। তার পর থেকে তারা আরো অসুস্থ হয়ে পরে। তাদেরকে রাস্তায় ছেড়ে দিলে এলাকার লোকদের মারধর করে। পরিবার তাদের চিকিৎসা করতে থাকে কিন্তু তারা আরো উগ্র হয়ে ওঠে। অবশেষে কিছু বুঝতে না পেরে তাদের ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়। এর মাঝে তাদের চিকিৎসা করতে থাকে। কিন্তু বাবা মায়ের অভিযোগ তারা আর চিকিৎসার খরজ বহন করতে পারছে না।
মা লোকের বাড়ি কাজ করে কোনো রকমে খাওয়া টা চালিয়ে যাচ্ছে। দুই ছেলে কে দুটি ঘরে তালা বন্ধ অবস্থায় রেখে দিয়েছে। গ্রিলের দরজার তলা থেকে খাবার দেওয়া হয়। ঘরের মধ্যে না আছে পাখা না আছে লাইট। সেগুলো লাগালে ভেঙে দেয় তারা। ভয়ে কেউ দরজার তালা ও খুলতে যায় না।
সেই কারণে এই বৃদ্ধ দমপতি এখন প্রশাসন ও সরকারি সাহায্যের আসায় রয়েছে। যদি তাদের পাশে এসে দাঁড়িয়ে একটু চিকিৎসার ব্যবস্থা করে দেয় তবে তারা উপকৃত হয়।