এই রাজ্যে এসে প্রথমে কলকাতার লেনিন সরণির একটি হোটেলে উঠেছিল আব্দুল মথিন আহমেদ ত্বহা ও মুসাভির হুসেন শাজিব, খবর এনআইএ সূত্রে। গত ১ মার্চ বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের পর এই দুজনকে গরু-খোঁজা খুঁজছিলেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অবশেষে, আজ, পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র থেকে হদিস মিলল তাদের।
সূত্রের খবর, গত ১৩ মার্চ প্রথমে লেনিন সরণির হোটেলে উঠেছিল ২ সন্দেহভাজন আইএস জঙ্গি। কিন্তু মোটে ১ দিনের জন্য কলকাতায় ছিল মুসাভির ও আব্দুল। তার পর, গত ২৮ দিন ধরে বাংলায় ঘুরেছে দুজন। ২-৩ দিন আগেই নিউ দিঘার হোটেলে ওঠে তারা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দার্জিলিংয়ের হোটেলে পর্যটক পরিচয় দিয়ে উঠেছিল ২ সন্দেহভাজন জঙ্গি। ভুয়ো ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ড বানিয়ে ঘুরেছে তারা।