সারা ভারতবর্ষ জুড়ে চলছে লোকসভার প্রচার বিভিন্ন পার্টির তরফ থেকে বিভিন্ন প্রার্থীরা সকাল থেকে রাত্রি প্রচারে ব্যস্ত। প্রার্থীর সঙ্গে তাদের দলের কর্মীরাও দেয়াল লিখন পোস্টার ব্যানার ও অন্যান্যভাবে প্রচার করে যাচ্ছে তবে সাধারণ মানুষের পিছিয়ে নেই আজ দেখা গেল মাথার চুল কাটতে সেলুনে এসেছে এক টিএমসি ভক্ত মাথার চুলের মধ্যে আঁকলো টিএমসি সিম্বল। সে এই দলটাকে এতই ভালবেসে ফেলেছে তার সম্মান রাখতে নিজের মাথাতেই টিএমটি সিম্বলকে আঁকিয়ে নিল। জোড়া ফুল মাথায় নিয়ে এখন লোকসভা ভোট অব্দি ঘুরবে এটা প্রচারে নতুন রূপ। পার্টিকে ভালোবাসার জন্য তার এই প্রচেষ্টা। যে চুল কাটলেন তিনি অবাক এবং দর্শকরাও অবাক যে এত সুন্দর ভাবে নিজের মাথাতেও দলের প্রতীক নিয়ে রাস্তা দিয়ে ঘুরতে পারবে। যে নিজের মাথায় দলের প্রতীক আঁকিয়েছে তার স্বপ্ন হল সে যখন দেশে যাবে ভোটের সময় সবাই তাকে তাকিয়ে দেখবে যে এরকমও চুল কাটা যায়। এই স্বপ্ন নিয়ে সে এই চুল কাটালো এবং দেশের দিকে পাড়ি দেবে ভোটের ঠিক আগেই।
কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত আন্দোলন চলবে: জুনিয়ার ডাক্তার
রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দফার বৈঠকের পরেও দুপক্ষ বেশ কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় আপাতত তারা আন্দোলন...