ব্যারাকপুরে লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২০ তারিখ। তার আগে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রচারে কোন খামতি রাখছে না। ইতি মধ্যেই তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন পৌর এলাকায় ঘুরে ঘুরে প্রচার সেরেছেন।
সেই সঙ্গে লোকাল ট্রেনে চেপে করেছেন জন সংযোগ। সপ্তাহের ব্যস্ত দিনের পাশাপাশি সপ্তাহের শেষে শনি ও রবিবারও জোর কদমে চালাচ্ছেন প্রচার। তবে পার্থ ভৌমিক একা নন তার সাথে প্রচারের ময়দানে নেমেছেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। হুড খোলা জিপে চড়ে টিটাগরে এক মিছিলের মাধ্যমে প্রচার করতে দেখা গেল তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ও বিধায়ক রাজ চক্রবর্তী কে। এই মিছিল থেকে পার্থ ভৌমিক বিজেপি প্রার্থী অর্জুন সিং কে জুট শিল্পে তার অবদান প্রসঙ্গে কটাক্ষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চলে জুট শিল্প বিজেপির নীতির জন্য যে ধুঁকছে আর তিনি সাংসদ হলে জুট শিল্প বাঁচানোর জন্যে প্রচেষ্টা চালাবেন বলে মন্তব্য করেন।
ওপর দিকে শনিবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে প্রচার করেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। এদিন হালিশহরে পার্থ ভৌমিকের সমর্থনে পদ যাত্রা বের হয়। সেই মিছিলে হুড খোলা জিপে চড়ে হালিশহর পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে মানুষের সাথে জন সংযোগ করেন বাবুল সুপ্রিয়। এদিন তার সাথে মিছিলে অংশ নেন বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর পৌর সভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ। এদিন প্রচারের ফাঁকে বাবুল সুপ্রিয় বলেন ” বিজেপি দল টা প্রচন্ড বাংলা বিদ্বেষী। বিজেপি বাঙালিদের আগে যেতে দেয় না কোথাও না কোথাও বাঙালিদের ওরা আটকে দেয়। আর এই সমস্ত কারনে অনেক কষ্ট নিয়ে আমি বিজেপি দল টা ছেড়েছিলাম।