অরিন্দম নিয়োগী: চতুর্থ দফার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। এখন পর্যন্ত মোট প্রার্থীদের মনোনয়নপত্র জমা পড়েছে । ২৫ এপ্রিল শেষ দিন। হোম ভোটিং দ্বিতীয় দফার কাজ চলছে। ভোট নেওয়া হয়েছে। ১২ ডি ফর্ম আবেদনপত্র জমা নেয়ার কাজ শুরু হয়েছে তৃতীয় দফায় ৭০৬২ জন জমা পড়েছে। মোট অভিযোগ জমা পড়েছে আচরণ নিধি নিয়ে।
১২৫১৭ টি সি ভিজিল অভিযোগ জমা হয়েছে। নাকা চেকিং ইন্টার স্টেট চেকিং চলছে। আরো ১০৩ কোম্পানি আসছে তৃতীয় দফায় ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া বোমা গুলি বিস্ফোরক, উদ্ধার হয়েছে। ১৪কোটি ৮৮ লক্ষ নগদ উদ্ধার হয়েছে। ২৫৩ কোটি ৯৮ লক্ষ দ্রব্য সামগ্রী উদ্ধার হয়েছে। স্টেট লেভেল এক্সেসেবিলিটি কমিটি। তাদের একটা বৈঠক হয়েছে। যেখানে শারীরিক ভাবে অক্ষম তাদের কে কি ভাবে সুবিধা দেওয়া যায়। সেটা নিয়ে বৈঠক আছে। বিভিন্ন বিভাগ কে নিয়ে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে বৈঠক হবে। আমাদের যারা ভোট কর্মী রয়েছে বেশ কয়েকজন শিক্ষক আছে। কিন্তু ২০ থেকে ২৫ শতাংশ সংরক্ষিত থাকে ভোট কর্মী রয়েছে। আমাদের ৮০ হাজার ভোট কেন্দ্রে রয়েছে। তার মধ্যে যারা রিজার্ভ আছে। তারা দ্বিতীয় পর্যায় ডি সি তে চলে এসেছে। যদি কেউ না আসে তাহলে তাদের জায়গায় বিকল্প থাকে। আমাদের কাছে পর্যাপ্ত ভোট কর্মীরা আছে। এই ব্যাপারে জেলা শাসক সিদ্ধান্ত নেবেন। আমাদের কোনো ক্রাইসিস হচ্ছে না।