বামেদের প্রার্থী তালিকায় বারাসাত লোকসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক থেকে প্রার্থী করা হয়েছিল প্রাক্তন প্রধান শিক্ষক প্রবীর ঘোষ কে। এরপর থেকেই বামেদের মধ্যে গুঞ্জন শুরু হয় প্রবীরের বিজেপি যোগ নিয়ে। প্রসঙ্গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি শিক্ষক ছেলের সাথে যুক্ত ছিলেন বারাসাতের এই বাম প্রার্থী প্রবীর ঘোষ। প্রসঙ্গত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কবিরের বিজেপি যোগ দিয়ে একাধিক ছবি ভাইরাল হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলা হয়েছে বামেরা কি তাহলে নিজ ইচ্ছায় বিজেপির B টিম হয়ে খেলার চেষ্টা করছে । সূত্রের খবর এরপরে গতকাল সিপিএমের বিধানসভা কমিটির বৈঠকে বাম প্রার্থী প্রবীর ঘোষের বিজেপি যোগ নিয়ে আলোচনা হয় । আজ বামেদের রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রবীর ঘোষ কে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী পথ থেকে সরিয়ে দেওয়ার। সূত্রের খবর বারাসাত লোকসভা কেন্দ্র থেকে বাম প্রার্থী হতে চলেছে সঞ্জীব চট্টোপাধ্যায়। প্রসঙ্গত এর আগে একাধিকবার নির্বাচনে দাঁড়িয়েও পরাজিত হয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। যদিও এ প্রসঙ্গে পূর্ব ঘোষিত বামেদের প্রার্থী প্রবীর ঘোষের সাথে যোগাযোগ করলে তিনি কথা বলবেন না বলে জানান । তৃণমূল নেতা অশনী মুখোপাধ্যায় জানান এই ছবি বিকৃতি বা ফেসবুকে ভাইরাল করা তা পুরোটাই আইএসএফ করছে বাম কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। যদিও বিজেপি নেতা তাপস মিত্র জানান প্রবীর ঘোষ তাদের দলের শিক্ষক ছেলের সাথে যুক্ত ছিলেন, তবে কেন তাকে টিকিট দিয়েছে তা জানা নেই । তবে নতুন করে যেই প্রার্থী হোক তা নিয়ে চিন্তিত নয় বিজেপি। লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূল ছাড়া তৃতীয় ব্যক্তিকে কেউ ভোট দেবে না বলেও দাবি করেন তাপস মিত্র । তবে প্রার্থী ঘোষণার পরেই ছন্দপতন বামেদের ।
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...