অসুস্থ উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী হাওড়ার সাঁকরাইলের বিড়লা জলা মাঠে নির্বাচনী জনসভায় হুইল চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন।আর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করলেন।
দৃশ্য টি দেখা গেল এদিন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী ও উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণ উদয় পালচৌধুরীর সমর্থনে রবিবার দুপুরে সভা করেন প্রধানমন্ত্রী। ভাটপাড়া, চুঁচুড়া, পুরশুড়ার সভার পর এদিন হাওড়ার সাঁকরাইলে আসেন মোদী।
এদিন মোদী বলেন, গন্ডগোল করাই তৃণমূল নেতাদের কাজ। হাওড়ায় সব শিল্প বন্ধ হয়েছে। তৃণমূলে লুটের দফতর চলছে। তৃণমূল জমি লুট করেছে। দুর্নীতিই তৃণমূলের ফুলটাইম ব্যবসা। ইন্ডি জোটের সব শরিক দুর্নীতিগ্রস্ত। তৃণমূলের আমলে লটারিতেও দুর্নীতি হয়েছে। সরকারের মদতে জমি লুট করছে তৃণমূলের গুন্ডারা। সব দল লুকিয়ে দুর্নীতি করে তৃণমূল প্রকাশ্যে করছে।