CPIM,DYFI,SFI এর যৌথ ” ইনসাফ যাত্রা” কোচবিহার থেকে শুরু হয়ে আজ টিটাগরে পৌঁছাায়। এখান থেকে খড়দহ, সোদপুর, আগরপাড়া, বরানগর ডানলপ, বেলঘড়িয়া, মধ্যমগ্রাম হয়ে বারাসাতে পৌছবে। এই ইনসাফ যাত্রার নেতৃত্বে আছেন মীনাক্ষী মুখার্জী তুমি আজ টিটাগরে বলেন,
গতকাল দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানান বিজেপিকে হারাতে এ রাজ্যে কংগ্রেস ও সিপিএমের সঙ্গে আলোচনা করতে তার কোন অসুবিধা নেই। সেই প্রসঙ্গে আজকে মীনাক্ষী মুখার্জি বলেন উট যখন পাহাড়ের নিচে চলে আসে তখন এ ধরনেরই মন্তব্য করে থাকে।
এ রাজ্যে ভোটে তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে বলেন, এই ব্যাপারে সীতারাম ইয়েচুরি, মহ: সেলিম খুনিদের সঙ্গে রাজ্যের কোন জোট হবে না।
মমতা ব্যানার্জীর পরে অভিষেককে মুখ্যমন্ত্রী বানানোর জল্পনা নিয়ে বলেন, পুরনো মদ নতুন বোতলে। কোনো পার্থক্য নেই।