নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : বোড়ামারা গ্রামে দেওয়াল চাপা পড়ে নিহত শিশুর পরিবারদের নিয়ে তৃণমূলের প্রতিবাদ বিক্ষোভ , মৃতদের পরিবারদের নিয়ে রাজনীতি করছে তৃণমূল দাবি বিজেপির , একাধিক বিষয়ে বিজেপিকে কটাক্ষ সায়ন্তিকা ব্যানার্জির ।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষ্ণুপুর ব্লকের বোড়ামারা গ্রামে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় । যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি । একই মঞ্চে দেখা গেছে বোড়ামারা গ্রামে ৩০ শে সেপ্টেম্বর দেওয়াল চাপা পড়ে মৃত তিন শিশুর পরিবারের লোকজন কে । এরপরেই তৃণমূলকে আক্রমণ বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের । তিনি বলেন , মৃতদের পরিবারকে নিয়ে তৃণমূল রাজনীতি করছে ।
অন্যদিকে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সায়ন্তিকা ব্যানার্জি বিজেপিকে আক্রমণ করে বলেন , নির্লজ্জ বেহায়া বিজেপির নেতা বিজেপির এমএলএ এমপি মন্ত্রীরা ।শুভেন্দু অধিকারী কে আক্রমণ করে সায়ন্তিকা বলেন লোডশেডিং বিধায়ক তৃণমূলের চটিচাটা বন্ধ করে এখন দিল্লিতে বুট জুতো চাটতে গেছে ।তিনিও আরও বলেন গোটা বাঁকুড়া বিজেপির দূষনে দূষিত হয়ে গেছে ।অন্যদিকে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীকে আক্রমণ করে বলেন , উনার নাকি ঘাড়ে মা ভবানী ওনার এখন আবাস যোজনার বাড়ি চাই ? উনার স্ত্রীর নাম ওই লিস্ট থেকে বাদ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় । এই ক্ষেত্রে সিবিআই তদন্ত হয় না ।
সর্বোপরি সায়ন্তিকা ব্যানার্জি তার সিনেমার ডায়লগ কে পরিবর্তন করে বলেন মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা বিজেপি এক বাপের বেটা হলে বাংলায় টাকা ফিরিয়ে যা।