বিয়ের প্রস্তাবে রাজী না হওযায় কাউন্সিলারকে হুমকি। রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। বাড়িতে ঢুকে মদ্যপ অবস্থায় লোকজন নিয়ে এসে বাবা, মা, দাদাকেও গালিগালাজ করে বলে অভিযোগ। ঘটনায় পৌরমাতার দাদা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের সাথে বারবার যোগাযোগ করা হলেও অভিযুক্ত কিছু বলতে রাজী হয়নি।
রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদারের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল তৃণমূল নেতা প্রতীক দের। পাপিয়াকে বিবাহের প্রস্তাব দেয় তা অস্বীকার করায় এই হুমকি বলে অভিযোগ। শুধু তাই নয় ঘটনার পর থেকে বাড়ির বাইরে বের হলে শারীরিক হেনস্থা করারও হুমকি হয় বলে অভিযোগ। ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন পৌরমাতা।