মানিকচক:গোপালপুর পঞ্চায়েতে সাধারণ সভা চলাকালীন প্রধান ও সরকারি কর্মচারীকে প্রাণে মারার হুমকির অভিযোগ বিরোধী দলনেত্রীর স্বামীর বিরুদ্ধে।মালদহের মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের তৃণমূলের প্রধান আঞ্জুনারা খাতুন মঙ্গলবার সকল গ্রামপঞ্চায়েত,পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে এক সাধারণ সভা ডাকেন। সভা চলাকালীন পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী তথা কংগ্রেসের পঞ্চায়েত সদস্য শামীমা পারভীনের স্বামী সুফি কামাল ওরফে পিন্টু সহ তিনজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় সভাকক্ষে প্রবেশ করে।তার মতো কাজ বণ্টনের দাবি তুলে প্রথমে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অনিন্দ দাসকে হুমকি দেন বলে অভিযোগ।তারপরে পঞ্চায়েত প্রধান আঞ্জুনারা খাতুনকে সঠিক কাজ বণ্টনের দাবিতে প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ।ঘটনার খবর পুলিশকে দিতেই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিসহ বিরোধী দলনেত্রীর স্বামী।তড়িঘড়ি ঘটনাস্থলে আসে মানিকচক থানার বিশাল পুলিস বাহিনী।
এই বিষয়ে গোপালপুর অঞ্চল প্রধান অঞ্জুনারা খাতুন বলেন ” আমাদের সাধারণ সভাচলাকালীন হঠাৎ করে বিরোধী দলনেত্রীর স্বামী সুফিকামাল দুষ্কৃতিদের নিয়ে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।দুষ্কৃতীদের কোমরে গামছা বেঁধে তার মধ্যে অস্ত্র নিয়ে এসেছিল।আমি প্রাণের আতঙ্কে আছি,কিভাবে আমি পঞ্চায়েত অফিসে আসবো। আমার সকল পঞ্চায়েত সদস্যরা ও আতঙ্কে রয়েছে। পুলিশ প্রশাসনকে সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের শাস্তির ব্যবস্থার আবেদন করছি।
মোহাম্মদ নাসির বলেন ” এই সাধারণ সভার পনেরো থেকে কুড়ি মিনিট চলার পর।তিন চার জন দুষ্কৃতী কালো রঙের ভয়ঙ্কর পোশাক পরে আগ্নেয়াস্ত্র সহ প্রবেশ করে সভাকক্ষে। নির্মাণ সহায়ক, প্রধান সহ সকল মেম্বার কে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয়।”
যদিও বিরোধী দলনেত্রীর স্বামী সুফি কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি।